বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে পেশাদার গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়েছে । রবিবার সন্ধ্যায় কমিউনিটি পুলিশিং ফোরাম ট্রাফিক বিভাগের আয়োজনে হিলর্বাড সংলঙ্গ বান্দরবান যাএী সেবা কেন্দ্র অডিটোরিয়াম প্রঙ্গনে এই কর্মর্শালা অনুষ্ঠিত হয় । চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি মুলক কর্মশালার উদ্ধোধন করেন পুিলশ সুপার জাকির হোসেন মজুমদার ।
এই সময় অনান্যের মধ্যে আরো অতিথি হিসাবে উপস্থিথ ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর , গাড়ী চালক , ট্রাফিক পুুলিশের সদস্যবৃন্দ সহ আরো অনেকে। কর্মশালা উদ্বোধন শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুসের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন এক গাড়ী চালক হল অনেক গুলো মানুষের প্রান কর্মকর্তা , গাড়ী চালকের হাতে সমস্ত যাএী সাধারনের জান মাল নির্ভর করে ।সামন্য একটু অসেচতনার জন্য ঘটে যেতে পারে অনেক বড় ধরনের বিপদ , তাই চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে এই ধরনের প্রশিক্ষন কর্মশালার আয়োজন করায় পুলিশ প্রশাসন সহ ট্রাফিক বিভাগের সকলকে আন্তরিক অভিন্দন ও সাধুবাদ জানানো হয় ।
খবর২৪ঘণ্টা.কম/নজ