খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বান্দরবানে কাঠ বোঝাই ট্রাক উল্টে আবদুল আলিম (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় চালকসহ আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (০৩ মার্চ) বিকেলে সদরের কানাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবদুল আলিম জেলার সুয়ালক ইউনিয়নের কাইচতলি এলাকার আবদুল বারেকের ছেলে।
আহতরা হলেন- কাঠ ব্যবসায়ী আবুল কাশেম (৩৬), মোস্তাক আহম্মদ (৪০) ও ট্রাক চালক নাজিম উদ্দিন (৩৫)। তারা সকলেই বান্দরবানের।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকটি কানাপাড়ার পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শ্রমিক আবদুল আলিমের মৃত্যু হয়। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেয়।
আহতদের মধ্যে আবুল কাশেম ও নিজাম উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার বলেন, অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকটি কানাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই আবদুল আলিমের মৃত্যু হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ