সংবাদ বিজ্ঞপ্তি : বান্দরবানের নাইতাং পাহাড়ে এলাকায় প্রায় ১০ হাজার জুমিয়া উচ্ছেদ পরিকল্পনার প্রতিবাদে রাজশাহী মহানগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়। প্রাণ প্রকৃতি সুরক্ষা মঞ্চর উদ্যোগে আয়োজিত মানব বন্ধনে বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান, কলামিস্ট প্রশান্ত সাহা, জাতীয় মহিলা আইনজবী সমিতির বিভাগীয় প্রধান অ্যাড দিল সেতারা চুনি, রাজশাহী প্রেসক্লাবের
সাধারণ সম্পাদক আসলাম উদ দৌলা, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় তথ্য ও গবেষনা সম্পাদক সুবাস চন্দ্র হেমব্রম, সমগীত সঙ্গীত অঙ্গনের সম্পাদক সাদিয়া সুলতানা লিসা, ফুটপাত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আইউব আলী এবং উন্নয়ন কর্মী হাসিবুল হাসান। প্রাণ প্রকৃতি সুরক্ষা মঞ্চর কেন্দ্রীয় কমিটির সদস্য রাশেদ রিপনের সভাপতিত্বে সভায় সংহতি জানায় বাংলাদেশ পরিবেশ আইনবীদ সমিতি-বেলা এবং দিনের আলো হিজড়া উন্নয়ন সংস্থা।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।