পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে একটি এনজিও । পল্লী মঙ্গল কর্মসূচী(পি.এম.কে) এনজিও উদ্যােগ্যে শনিবার বিকেল ৩ টার সময় বানেশ্বর শাখা চত্তরে এ কম্বল বিতরণ করা হয়।
পল্লী মঙ্গল কর্মসূচী(পি.এম.কে) বানেশ্বর শাখার ম্যানেজার ফরিদুল ইসলামের সভাপতিত্বে বিতরণের সময় প্রধান অতিথি হিসোবে উপস্থিত ছিলেন, পল্লী মঙ্গল কর্মসূচী(পি.এম.কে) এরিয়া ম্যানেজার(রাজশাহী) মোহাম্মদ আলী, বানেশ্বর বাজারের বিশিষ্ঠ্য ব্যবসায়ী আমজাদ হাজী, আবু বাক্কার সিদ্দিকুর রহমান, পল্লী মঙ্গল কর্মসূচী(পি.এম.কে) এর বানেশ্বর শাখার ক্রেডিট অফিসার রঞ্জিত কুমার, ফিল্ড অফিসার আঃ অালিম, সীমা খাতুন।
জাতীয় সাংবাদিক সংস্থার পুঠিয়া শাখার সেক্রেটারি মোঃ মেহেদী হাসান, সাংবাদিক ইউনুস আম্মেদ শিশির, মিনিরুজ্জামানসহ স্থানীয়রা। এ সময় পুঠিয়া, দুর্গাপুর ও চারঘাটের প্রায় দেড় শতাধিক অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতারণ করা হয়।খবর২৪ঘণ্টা.কম/নজ