পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে জেএসসি পরীক্ষা কেন্দ্রে গোলযোগ সৃষ্টির দায়ে এক যুবকের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডিত যুবক হলো শাহারিয়ার ইসলাম রোকেন (২২)। সে বাঘা উপজেলার পানিকামড়া গ্রামের সালাউদ্দিন সেন্টুর ছেলে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্টেড ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। এসময় তাকে ১৫ দিনের জেলা দেওয়া হয়। জানাগেছে, বৃহস্পতিবার উপজেলার বানেশ্বর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা (সাধারণ গণিত) কেন্দ্রে সালাউদ্দিনের মামাতো বোন
পরীক্ষা দিতে যায়। সকাল সোয়া ১০ টার সময় সালাউদ্দিন তার মামাতো বোনে সাথে দেখা করার জন্য জোর পূর্বক পরীক্ষা কেন্দ্রে ঢুকার চেষ্টা করে। সেসময় কর্তব্যরত পুলিশ তাকে বাধা দিলে সে ফিরে আসে। পরে পরীক্ষা চলাকালীন ১২টা ৫০ মিনিটে তার দলবল নিয়ে আবার পরীক্ষা কেন্দ্রে গিয়ে গোলযোগ শুরু করে। সেসময় পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে শাহারিয়ার রোকনকে আটক করে। পরে পুঠিয়া থানা পুলিশ সালউদ্দিন রোকনকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্টেড তাকে ১৫ দিনের বিনাশ্রম কারদন্ড দেন।
আর/এস