বানেশ্বর ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশের সময় :
বৃস্পতিবার, ৩ মে, ২০১৮
khobor24ghonta.com
পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার ৩ নং বানেশ্বর ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থবছরের উম্মক্ত বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মোঃ সুলতান আলীর সভাপতিত্বে বৃহস্পতিবার বিকাল ৪ টায় বানেশ্বর সরকারী কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম জুম্মা। ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেনের উপস্থাপনায় সম্মানিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ কৃষ্ণ সরকার, বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওসমান আলী সহ সকল ইউপি সদস্য এবং ইউপি সদস্যা বৃন্দ। ২০১৮-২০১৯ অর্থবছরে ২ কোটি ৩০ লাখ ৬৭ হাজার ৮শত ৫৬ টাকার আয় ব্যয়ের বাজেট পেশ করেন বানেশ্বর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মিজানুর রহমান।