পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে গণসংযোগ ও কর্মী সমাবেশ করেছে বাংলদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)। এ সময় রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে দলীয় প্রার্থী, রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহি সদস্য এ্যাড: নাদিম মোস্তফা দলীয় নেতাকর্মীসহ প্রচারনা কার্যক্রম পরিচলনা করেন। বৃহস্পতিবার দুপুরে বানেশ্বর বাজারের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে করে নির্বাচন নিয়ে নেতা-কর্মীদের সাথে তৈল পাম্প সংলগ্নে এক কর্মী সমাবেশ ও আলোচনা সভায় মিলিত হন।
সভায় দলের দিক নির্দেশনায় ভোট করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। পুঠিয়া বিএনপির সভাপতি আমিনুল হক মিন্টুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে দলীয় প্রার্থী, রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহি সদস্য এ্যাড: নাদিম মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পুঠিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন, সাবেক থানা বিএনপির সাধারণ সম্পাদক মুনছুর রহমান মাষ্টার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, জুলফিকার রহমান ভুষ্টু, পুঠিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি এ্যাডঃ আবুল কালাম আজাদ, মতিউর রহমান মমতি, আমগীর হোসেন আলম মেম্বার, রজব, নাদিমবাবু বেলপুকুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল রাকিব, জেলা ছাত্রদলের সহ-সভপতি নেফাউর রহমান সুমন, থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়নসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।খবর২৪ঘণ্টা, এমকে