পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহী থেকে চুড়ি হওয়া প্রায় তিন লাখ টাকা মুল্যের গোল্ডলিফ সিগারেট পুঠিয়ার বানেশ্বর বাজারে বিক্রি করা কালে তিন চোরকে আটক করে পুলিশে হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। সোমবার দুপুরে পুঠিয়ার বানেশ্বর বাজারের মনি মার্কেটে সামনে এ ঘটনা ঘটে। আটককৃত তিন চোর হলো, রাজশাহীর পাঠান পাড়া এলাকার সালেহান মৃধার ছেলে শাহিন আলম(৪০), নওদাপাড়ার রফিকুলের ছেলে সিরাজুল(৩৫) ও ভ্যান চালক নওদাপাড়া এলাকার মৃত: সমিরউদ্দিনের ছেলে মামুন(৩৫)।
রাজশাহী সাহেব বাজার মুড়ি পট্রির বৈশাখী মার্কেটের সেলিম স্টোরের মালিক ইউনুস আলী জানায়, সম্প্রতি তার গোডাউনে প্রাইকারী বিক্রির উদ্দেশ্যে রাখা বিভিন্ন ধরণের সিগারেট চুড়ির ঘটনা ঘটে আসছে। এরই প্রেক্ষিত বিভিন্ন উপজেলার খুচরা বিক্রতাদের অবগতি করে রাখি।দুপুরে পুঠিয়ার বানেশ্বর বাজারে বিক্রি করতে গেলে, এক ব্যবসায়ী আমাকে জানায়। খবর পেয়ে দ্রুত বানেশ্বরে এসে শাহনি ও ভ্যানচালককে ধরতে পারলেও সিরাজুল পালিয়ে যায়। কিছুক্ষুণ পর স্থানীয়রা তাকেও ধরে আনেন। এসময় তাদের কাছ থেকে ৪কাটুন গোল্ডলিফ সিগারেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা বলে মালিক ইউনুস জানায়। পরে পুঠিয়া থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনা স্থলে এসে তাদের আটক করে থানা নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।
খবর২৪ঘণ্টা.কম/নজ