খবর২৪ঘণ্টা ডেস্ক: বাদ পড়লেন হেভিওয়েট মন্ত্রীরা। মন্ত্রিসভায় ঠাঁই হয়নি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু, মোহাম্মদ নাসিম, শাহজাহান খান, কামরুল ইসলাম, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ অনেকেরই।
৪৬ সদস্যের মন্ত্রিসভায় অধিকাংশই নতুন মুখ। আওয়ামী লীগের বাইরে মহাজোটের অন্য কোনো দলের কাউকে অর্ন্তভূক্ত করা হয়নি নতুন মন্ত্রিসভায়। কাল বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভা শপথ নেবে।
খবর২৪ঘণ্টা, এমকে