খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ৭২ ঘণ্টা আগে থেকে ১৪৪ ধারা জারি থাকবে সংসদ ভবন এলাকায়।
এ সময় সংসদ ভবন ও আশপাশের এলাকায় যে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হবে।
আগামী ১০ জুন চলমান একাদশ জাতীয় সংসদের আসন্ন বাজেট অধিবেশন (২০২০-২১) শুরু হবে। বৃহস্পতিবার সংসদ ভবনে বাজেট অধিবেশনের প্রস্তুতিমূলক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে ডিএমপির, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস, ফায়ার সার্ভিসসহ ইউটিলিটি বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান বৈঠকের সভাপতিত্বে করেন। খবর২৪ঘন্টা/ এবি