নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘‘গল্পের ছলে বাচ্চাদের পড়ানো সবচেয়ে ভাল পদ্ধতি। এতে বাচ্চারা শিখবে এবং মনে রাখবে। বাচ্চাদের ভয় দেখিয়ে জয় করা সম্ভব নয়। এটা রাজাদের সময়ে ছিলো। এখন রাজাদের সময় নয়। গল্পের ছলে আদর করে বাচ্চাদের শেখাতে হবে।’’
শুক্রবার রাজশাহীতে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নেরর লক্ষে বিশেষ সামাজিক উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হামিদুল হক। সভায় প্রধান অতিথির ছিলেন, দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
আর/এস