বাঘা প্রতিনিধি, অতৃপ্ত বাসনা পূরণে এবার বাঘা পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হয়েছেন টিউবওয়েল মিস্ত্রী ইসরাফিল বিশ্বাস। এর আগে ২০০৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে চারঘাট-বাঘা আসনে স্বতন্দ্র প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না হওয়ায় তার মনোনয়ন বাতিল হয়ে যায়। পরে ২০০৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্নিতা করেন তিনি। এ নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্য ছিল পরিচিতি লাভ করে নিশ্চিত ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করবেন। সে জন্য ২০১৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বৈদ্যুতিক বাল্ব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন টিউবওয়েল মিস্ত্রি ইসরাফিল। আশা করেছিলেন ১০ বছর ধরে মিস্ত্রির কাজ করে প্রায় ২ হাজার বাড়িতে টিউবওয়েল বসিয়ে দিয়েছেন। স্বামী-স্ত্রী মিলে ভোট দিলে বিজয় তার ঠেকায় কে? কিন্ত ভোটের প্রাপ্ত ফলাফলে ১হাজার ৩২৩ ভোট পেয়ে জমানত হারান তিনি। এবার পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে জয়ী হবেন বলে আশা তার।
তবে হতাশ না হয়ে জনপ্রতিনিধি হওয়ার বাসনা পূরণে আগামী ২৮ ডিসেম্বর রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনে ৬নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হয়েছেন ভোট পাগল এই ইসরাফিল বিশ্বাস। ডালিম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিত্তশালি আর রানিং কাউন্সিলরসহ ওয়ার্ডের ৭ প্রার্থীর সাথে। অন্য প্রার্থীর তুলনায় পড়া লেখায় অষ্টম শ্রেণী পাশ হলেও জনপ্রতিনিধি হয়ে সাধারন মানুষের সেবা করার খায়েশ তার ।
স্ত্রী ও ৪ বছরের ১ ছেলে নিয়ে সুখী পরিবার তার। ৫২ বছর বয়সের এ মানুষটি ১০ বছর মিস্ত্রীর কাজের আয় দিয়ে তিন সদস্যর সংসার খরচ বাদে বছরে জমানো টাকা দিয়ে আরেকটি ডেকোরেটরের দোকান করেছেন। স্থাবর সম্পদ রয়েছে বাড়ি ভিটাসহ ১বিঘা জমি। বসবাস করেন টিন সেটের আধাপাঁকা বাড়িতে । ইসরাফিল বিশ্বাস পৌর সভার চক আমোদপুর গ্রামের সাবেক মেম্বর মৃত রহিমুদ্দীন প্রামানিকের ছেলে। মাতার নাম রাবিয়া বেগম। ২ভাই ও ২ বোন।
খবর২৪ঘণ্টা.কম/রখ