বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা পৌরসভার প্যানেল মেয়র পদে নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে। রোববার (৪ জানুয়ারী) সকালে নবনির্বাচিত মেয়র আবদুর রাজ্জাক এই তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার সাথে সাথে তিন সদস্য বিশিষ্ট নির্বাচনী আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন প্রকৌশলী শহিদুল ইসলাম, প্রধান অফিস সহকারি আকরাম আলী, প্রধান হিসাব রক্ষক হাসান আলী। এই নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার ৫ ফেব্রুয়ারী। নির্বাচন ৬ ফেব্রুয়ারী সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটর ১২ জন। প্রার্থী হয়েছেন ৫ জন।
নির্বাচনে ১২ জন কাউন্সিলারের ভোটে প্যানেল মেয়র নির্বাচিত হবে। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সমান সমান ভোট পেলে মেয়র ভোট দিতে পারবেন বলে জানা গেছে।
নির্বাচনে প্যানেল মেয়র পদে মনোনয়ন উত্তোলন করেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসলাম হোসেন সরদার, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান পিন্টু, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দীন, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোমিনুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেন।
উল্লেখ্য ২০১৭ সালের ২৮ ডিসেম্বর বাঘা পৌরসভার নির্বাচনে মেয়র পদে আবদুর রাজ্জাক, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে আবদুস সালাম, আলতাফ হোসেন, সাইফুল ইসলাম টগর, আসলাম হোসেন সরদার, শাহিনুর রহমান পিন্টু, আলাউদ্দিন, মোমিনুল হক, আকরাম হোসেন, মোশারফ হোসেন, মর্জিনা বেগম, রঞ্জনা বেগম, মনোয়ারা বেগম নির্বাচিত হন।
৩০ জানুয়ারী নবনির্বাচিত মেয়র ও ১২ জন কাউন্সিলারদের বিভাগীয় কমিশনারের মিলনায়াতনে, বিভাগীয় কমিশনার নুর-উর-রহমান শপথ পাঠ করান। ৩১ জানুয়ারী মেয়রসহ ১২ জন কাউন্সিলর দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহনের ৫ দিন পর প্যানেল মেয়র নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ