রাজশাহীর বাঘায় বিজিবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ৪ কেজি কারেন্ট জাল ও ১ টি ইঞ্জিনসহ নৌকা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বাঘা উপজেলার হরিরামপুর নদীর ভিতর এলাকা এসব জব্দ করা হয়।
বিজিবি জানায়, রাজশাহীর অধীনস্থ মীরগঞ্জ বিওপি’র নাঃ সুবেদার আহাদ আলী এর সাথে ৭ জনের একটি বিশেষ টহল দল রাজশাহী জেলার বাঘা থানাধীন হরিরামপুর নদীর ভিতর এলাকায় টহল পরিচালনা করে। এ সময় ১০ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ১০ বোতল ফেনসিডিল, ৪ কেজি কারেন্ট জাল এবং ১ টি ইঞ্জিনসহ নৌকা আটক করে।
এ ঘটনার সাথে জড়িত ৩ জন পলাতক আসামী বাঘা উপজেলার মাহদিপুরের নজরুল মোল্লার ছেলে রুবেল মোল্লা (৩৫), সবজিপাড়া এলাকার কালু সবজির ছেলে ফরহাদ (৩৬) ও ভানুকর এলাকার মাসুম মন্ডলের ছেলে উকিল মন্ডল ও আটককৃত মালামালের ব্যাপারে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানানো হয়।
এস/আর