বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় চকলেট কিনতে যাওয়া সময় ভুটভুটির চাপায় হাবিবা খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশু উপজেলার বাউসা ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মুনসুর আলীর কন্যা।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শিশু হাবিবা দোকান থেকে ন চকলেট কিনতে যাওয়ার সময় ভুটভুটির ধাক্কায় চাকার নীচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।
স্থানীয়রা ভুটভুটিসহ চালককে আটক করে পুলিশকে খবর দেয়। চালক পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি গ্রামের বাসিন্দা। সে ভটভটি চালিয়ে বাঘা থেকে পুঠিয়া যাচ্ছিল।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনার পর তেঁথুলিয়া বাজার এলাকার লোকজন কুত্তআগাড়িসহ ড্রাইভার হাবিবকে আটক করে। ঘটনাস্থল থেকে চালকসহ ভটভটি থানায় নেওয়া হয়েছে। তবে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
এমকে