রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত উপজেলার বাউসা সরকার পাড়া গ্রামের মোকাম আলীর ছেলে ও আহত রবিন আহম্মেদ (১৮) হরিপুর গ্রামের জামাত আলীর ছেলে। আজ বুুধবার দুপুর দেড়টার দিকে আড়ানী বেড়েরবাড়ি ধীরেন কামারের বাড়ির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন জানান, নিহত মেহেদী হাসানসহ তার বন্ধু রবিন আহম্মেদ একই মোটরসাইকেলে আড়ানী বেড়েরবাড়ি হয়ে আড়ানী বাজারে যাচ্ছিল। সড়কের বেড়েরবাড়ি ধীরেন কামারের বাড়ির মোড় এলাকায় দ্রুত গতিতে মোটরসাইকেল পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এসময় মোটরসাইকেল আরোহী মেহেদী ও রবিন আহত হয়। মেহেদী মাথায়,বুকে আঘাতে অজ্ঞান হয়ে পড়ে।
পরে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্র নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত ডা. নিবেদিকা চ্যাটার্জি মৃত ঘোষণা করেন। আহত রবিন হাসপাতালে ভর্তি হয়েছে। বাঘা থানার ওসি (তদন্ত) আব্দুল বারী জানান, এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন।
এস/আর