বাঘা প্রতিনিধিঃ সাব রেজিস্টার অফিসকে নিবন্ধন বিভাগ অধিদপ্তর হিসেবে ঘোষনা করায় বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় বাঘা দলিল লেখক সমিতির আয়োজনে উপজেলা সাব রেজিস্টার অফিসের সামনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাঘা দলিল লেখক সমিতির সভাপতি জহুরুল ইসলাম স্বপন। সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাঘা সাব রেজিস্টার পিথি রানী মন্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘা দলিল লেখক সমিতির সহ-সভাপতি সোলাইমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, সাবেক সভাপতি কলিম উদ্দিন, নুরুল ইসলাম প্রমুখ।
আয়োজিত অনুষ্টানের দোয়া পরিচালনা করেন বাঘা উপজেলা পরিষদ মসজিদের ঈমান মাওলান সুলতান আহম্মেদ।
এছাড়া আয়োজিত অনুষ্টানে ২০২১ সালকে বাস্তবায়নের অংশ হিসেবে বাঘা সাব রেজিস্টার কার্যালয়ের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন ও সাব রেজিস্টার অফিসকে নিবন্ধন বিভাগ অধিদপ্তর হিসেবে ঘোষনা করায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আনিসুল হক এমপিকে অভিনন্দন জানানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ