বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় সাইকেল চোরকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারী) সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা এই কারাদন্ডের আদেশ দেন।
জানা যায়, সোমবার (২২ জানয়ারী) মনিগ্রাম হাটে রহমান মার্কেটের সামনে মিশন আলীর সাইকেল চুরি হয়। পরে সাইকেলসহ দুলাল হোসেন নামের এক চোরকে আটক করা হয়। চোরকে গণপিটুনি দিয়ে বাঘা থানার পুলিশের হাতে দেয়া হয়। পুলিশ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করে। সে দোষ শিকার করায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ