বাঘা(রাজশাহী) প্রতিনিধি :পড়ালেখা শেষ করে উচ্চপদস্থ কর্মকর্তা হবে। দু’চোখ ভরা এমন স্বপ্ন ছিল,বাঘা উপজেলার চরাঞ্চলের পলাশি ফতেপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী বর্ণার। বাল্য বিয়ের কারণে সেই স্বপ্ন অঙ্কুরেই ধ্বংস হতে চলেছিল তার। তবে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের কবল থেকে এ যাত্রায় রক্ষা পেয়েছে বর্ণা।
পুলিশের উপস্থিতির কারণে তা ভুন্ডুল হয়ে যায়। শুক্রবার বিকেলে বিয়ের দিনক্ষণ ছিল বর্ণার। সে রাজশাহীর বাঘা উপজেলার চর চকরাজাপুর ইউনিয়নের পলাশিফতেপুর গ্রামের ইসমাইলের মেয়ে। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী জানান, অপরিনত বয়সে ওই ছাত্রীর বিয়ের সংবাদ পেয়ে এসআই মানিক সংগীয় ফোর্স নিয়ে বিয়ে বন্ধ করে দেয়। এসময় পূর্ণ বয়সে বিয়ে দেওয়ার অঙ্গিকারে মুচলেকা দেয় ছাত্রীর বাবা।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।