বাঘা প্রতিনিধি : বাঘায় শিয়ালের আক্রমণে একই গ্রামের ২ জন আহত হয়েছেন। আহতরা হলেন, উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরি গ্রামের ইউনুস আলীর স্ত্রী শরিফা বেগম ও দেলশাদ হোসেনের অনার্স পড়ুয়া ছেলে হৃদয় আহম্মেদ। মঙ্গলবার বিকেল ৪টার তাদের নিজ গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে। শরিফা বেগমের স্বামী ইউনুস আলী জানান, শীতের তীব্রতায় বিকেলে বাড়ির পাশে ছেলে সাব্বিরকে সঙ্গে নিয়ে রোদ পোহাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি শিয়াল এসে তার পাঁয়ে কাঁমড় দেয়। তার চিৎকারে বাড়ির অন্যরা গিয়ে তাকে
উদ্ধার করে। এর আগে বেলা ৩টার দিকে শিঁয়ালের কামড়ে আহত হয়, একই গ্রামের অনার্স পড়–য়া হৃদয় আহম্মেদ। তার বাড়ির পাশ দিয়ে একটি শিঁয়াল খেজুর রসের মাটির হাড়ি নিয়ে যাওয়ার সময় তাড়া দেয়। এ সময় শিয়াল তাকে বাম হাঁটুর নিচে ও ডান পাঁয়ের পাতায় কাঁমড় দিয়ে আহত করে।
বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের কর্তব্যরত চিকিৎসক শারমিন সুলতানা বলেন, তাদের ২জনকে হাসপাতালে নেয়ার পর শরিফা বেগমকে ভর্তি করে রাখা হয়েছে। হৃদয় আহম্মেদ চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।
আর/এস