বাঘা প্রতিনিধি:রাজশাহীর বাঘায় র্যাব ও পুলিশের পৃথক অভিযানে ১৬’শ পিচ ইয়াবা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (০১-০৫-১৮) দুপুরে উপজেলার জিরো পয়েন্ট এলাকার আঞ্জুমান শপিং কমপ্লেক্সের ড্রেস কর্ণারের দোকানের সামনে থেকে ১হাজার ৫৭০ পিচ ইয়াবাসহ আব্দুল মালেক(৫৫)নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করে রাজশাহী র্যাব-৫।
এ সময় ইয়াবাসহ নগদ ২হাজার ৮০টাকা ও ১টি মোবাইল ফোন,২টি সিম জব্দ করে। সে কুষ্টিয়ার বাংলা বাজার গ্রামের নুরু ব্যাপারির ছেলে বলে জানায় র্যাব। এ.এস.পি মোঃ নুরে আলমের নের্তৃত্বে অভিযান চালানো হয়। এ সময় একই গ্রামের আনার নামের একজন পালিয়ে যায়।
অন্যদিকে আগের দিন সোমবার রাতে ৩০ পিচ ইয়াবাসহ বাঘা উপজেলার দক্ষিন মিলিকবাঘা (পন্ডিতপাড়া) গ্রামের শাজাহান আলী (৫০) ও তার স্ত্রী নাজমা বেগম (৪০)কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তারা দু’জনেই ইয়াবাসহ মাদক বিক্রি করতো বলে জানায় পুলিশ।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান জানান, এ বিষয়ে র্যাব ও পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ