বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় উপজেলার আড়ানীতে কমিউনিটি রেডিও বড়াল ষ্টুডিও এলাকায় রাসেল ভাইপার সাপ আতংক বিরাজ করছে। আতংকের মধ্যে অফিস করছেন সেখানকার কর্মকর্তা-কর্মচারী। আতংকে অফিসের কোনায় কোনায় কার্বলিক এসিড রাখা হয়েছে। গত তিন সপ্তাহ ধরে রাসেল ভাইপার সাপ আতংকে রয়েছেন তারা।
রেডিও বড়ালের টেকনিশিয়ান রানা আহম্মেদ জানান, গত ৩ ডিসেম্বর আড়ানী কমিউনিটি রেডিও বড়ালের নিচতলার সিড়ির নিচে একটি মাঝারি আকারের রাসেল ভাইপার সাপ দেখতে পান। পরে সাপটি লাঠি দিয়ে আঘাত করার পর আহত হয়। আহত সাপটিকে একটি প্লাস্টিকের বোতলের মধ্যে রাখার
তিনদিন পর মারা যায়। এরপর থেকে কর্মকর্তা-কর্মচারীরা অফিস করতে ভয় পাচ্ছেন। কর্মস্থলে যাওয়ার আগে এদিক সেদিক দেখে নিয়ে অফিসে কাজ শুরু করছেন।
বিল্ডিং এর মালিক বাবুল ইসলাম জানান, বিল্ডিং এর এক ইউনিটে পরিবার নিয়ে আমি নিজেও বসবাস করছি। ফলে দুটি সন্তান নিয়ে সাপটি দেখার পর থেকে আতংকে রয়েছি।
আড়ানী রেডিও বড়ালের সিইও শাহরিয়ার লিন জানান, অফিসের নিচ তলায় রাসেল ভাইপার সাপটি পাওয়ার পর সেটা সনাক্ত করা জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণি বিদ্যা বিভাগে পাঠানো হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে রাসেল ভাইপার সাপ বলে নিশ্চিত করেছেন।
জানা যায়,গত বর্ষা সৌসুমে ফারাক্কার বাধ ছেড়ে দেয়ার পর পদ্মা নদী বয়ে বাংলাদেশের সীমান্তে বিপুলসংখ্যক বিষধর সাপ ঢুকে পড়ে। এরমধ্যে কিছু রাসেল ভাইপার সাপ রয়েছে। এসব সাপের মধ্যে ডোরা ও গোখরা সাপের সংখ্যাই বেশি। বাঘাতেও তাদের বিচরন দেখা যায়।
আর/এস