বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি এবং বাঘা শাহদৌলা ডিগ্রি কলেজের সাবেক ভিপি তছিকুল ইসলাম চলে গেলেন না ফেরার দেশে। শনিবার দুপুর ১২ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না ইল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজীউন)। সে উপজেলা পন্ডিতপাড়া গ্রামের মৃত সোলেমান সরকার ওরফে গেদা পন্ডিতের ছেলে। তিনি ৪৭ বছর বয়সে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ভাই-বোনসহ অনেক গুনগ্রাহী রেখে যান। শনিবার বিকাল ৩টায় তার জানাযা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম (এমপি), বাঘা পৌর মেয়র ও আ’লীগ নেতা আক্কাছ আলী, বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শিক্ষক আশরাফুল ইসলাম বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারী ও এলাকার অসংখ্য লোকজন শোকসপ্তক পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ