বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আগুনে পুড়ে একটি মুদির দোকান ভস্মিভূত হয়েছে। সোমবার(১৯-০২-১৮) দিবাগত রাত দেড়টার এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
দোকানে থাকা টিভি, ফ্রিজ, ও অন্যান্য মালামালসহ পুরো দোকান পুুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক জালম মন্ডল টগু। সে উপজেলার আলাইপুর এলাকার গোফুর মন্ডলের ছেলে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দোকান মালিক জালম মন্ডল টগু জানান, গত সোমবার রাত ১০ টায় তার দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। এরপর রাত দেড়টার সময় ফোনে জানতে পারেন তার দোকানে আগুন লেগেছে। তিনি দোকানে এসে দেখেন দোকান পুড়ে শেষ পর্যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিয়ে প্রায় শতাধিক লোক ওই আগুন নেভানোর চেষ্টা করছেন। এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসলেও সমস্ত দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে এলে ফায়ার সার্ভিসে ফোন করে তাদের আসতে নিষেধ করা হয়ছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, গত চার মাস পূর্বে বিভিন্ন সমিতি থেকে দুই লক্ষ টাকা লোন নিয়ে আলাইপুর হাজামপাড়া মোড়ে এই দোকান করেছেন। দোকনে বেচা-কেনা করে ওই লোনের টাকা পরিশোধ করবেন আশা করেছিলেন তিনি। কিন্তু তার সে সকল আশা আজ বড় একটি ঋণের বোঝা হয়ে চাপলো তার ঘাড়ে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
————————————- khobor24ghonta.com এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ————————————-