বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় ২০ পিচ ইয়াবাসহ রজব আলী নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার সময় উপজেলা সদরে বাঘা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
জানা যায়, রজব আলী উপজেলার দক্ষিন মিলিকবাঘা গ্রামের মৃত কোহিনুর সরকারের ছেলে। সে পুলিশের চোখে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিল বিক্রী করে আসছিল। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
বাঘা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) ধীরেন্দ্রনাথ প্রামানিক জানান, রজব আলীর নামে পুর্বেও মাদকদ্রব্যের মামলা রয়েছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ