বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় ভূয়া দুই বিদ্যুৎ কর্মকর্তাকে আটক করা হয়েছে। শনিবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার বাউসা এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, লালপুর উপজেলার উত্তর লালপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে হাসিবুল রহমান (৪৮) ও রামানন্দপুর গ্রামের আফজাল মন্ডলের ছেলে আরিফুল মন্ডল (৫০) গত তিন মাস থেকে বাঘা উপজেলার বাউসা, দিঘা, খাগড়বাড়ি এলাকায় পল্লী বিদ্যুত অফিসের কর্মকর্তা বলে পরিচয় দিয়ে বিদ্যুতের ডিজিটাল লাইন সংযোগ, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এনার্জি বাল্প দেয়ার নাম করে ৯৮ জনের কাছে থেকে প্রায় এক লক্ষ টাকা হানিয়ে নিয়েছে।
এই ভূয়া দুই বিদ্যুত অফিসের কর্মকর্তা শনিবার দুপুরে এলাকায় আবারও আসলে তাদের আটক করে স্থানীয়রা। পরে বাউসা ইউনিয়নের অফিসে আটকে রেখে বাঘা থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়। এছাড়া আকরাম আলীর বাড়ি থেকে ১০ হাজার টাকা মূল্যেও একটি খাসি (ছাগল) নিয়ে গেছে বলেও তিনি জানান।
খাগড়বাড়িয়া গ্রামের নজিম উদ্দিন বলেন, আমার বাড়ির এনালক বিদ্যুৎ মিটার পরিবর্তন করে ডিজিটাল মিটার দেয়ার নাম করে এক হাজার ২০০ টাকা প্রায় ১৫ দিন আগে নিয়ে গেছে। তাদের কোন খবর নেই। পূনরায় এলাকায় এধরনের কাজ করতে গেলে তাদের সন্দেহ করে আটক করা হয়। পরে পুলিশে দেয়া হয়। আলমগীর হোসেন, সবুজ আলী, কালু মন্ডল বলেন, আগের দিন এনার্জি বাল্প লাগিয়ে দিয়ে টাকা নিয়ে চলে যায়। পরের দিন ভালো বাল্প দেয়ার নাম করে আবার খুলে নিয়ে যায়। এই ধরনের কাজ শুধু আমাদের না। এধরেন কাজ প্রায় শতাধিক মানুষের সাথে প্রতারনা করেছে। ঘটনাটি নিশ্চিত করেন বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান শফিক।
বাঘা থানার উপ-পুলিশ পরিদর্শক মুনসুর রহমান বলেন, এলাকাবাসি তাদের আটক করে বাউসা ইউনিয়ন পরিষদে রাখে। পরে আমাদের খবর দিলে আটক করে থানায় আনা হয়েছে। তবে যাচাই বাছাই করে আইনী ব্যবস্থা নেয়া হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ