বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘা পৌর এলাকার গাওপাড়ায় এক ভিক্ষুকের বাড়িতে দিন দুপুরে চুরি হয়েছে। এ সময় ভিক্ষুক মদিনা বেওয়া ঘরে তালা দিয়ে পাশের এক বাড়িতে গিয়েছিলেন। গতকাল মঙ্গলবার দুপুর আনুমানিক একটার দিকে অজ্ঞাত চোরেরা উত্তর গাওপাড়া গ্রামের ভিক্ষুক মদিনা বেওয়ার (৭৫) ঘরের তালা ভেঙ্গে ভিক্ষা করে জমানো ৫/৬ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। বাড়িতে ফেরার টের পেয়ে অন্য মালামাল ঘরের বারান্দায় রেখে যায়। অন্যর জমিতে ঘর তুলে বসবাস করেন মদিনা বেওয়া। সে মৃত আব্দুল সর্দারের স্ত্রী। সরজমিনে মঙ্গলবার তার বাড়িতে গিয়ে দেখা যায়, চুরি করে নিয়ে যেতে না পারা বেশ কিছু মালামাল
ঘরের বারান্দায় পড়ে রয়েছে। তালা ভাঙ্গতে গিয়ে টিন ছাউনি ঘরের দরজার দু’পাশের বেড়ার মাটিও খষে পড়েছে। মদিনা জানায়, ঘরে তালা লাগিয়ে পাশ্ববর্তী রফিকুলের বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগে অজ্ঞাত চোর ঘরের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ঘরে রক্ষিত বাক্স থেকে নগদ ৫/৬ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। নিজ বাড়িতে ফেরার টের পেয়ে অন্য মালামাল রেখে প্যান্ট পরা এক যুবক দ্রæত পালিয়ে যায়। পাশের বাসিন্দা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি জানান, ভিক্ষা করা টাকা খুইয়ে মদিনা চিৎকার দিয়ে কাঁদতে থাকে। তখন ঘটনাটি জানাজানি হয়।
আর/এস