বাঘা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীর বাঘায় অধিকার আদায়ের ঐতিহাসিক “মহান মে ’’ দিবস উদযাপন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। পৃথক পৃথক ব্যানারে ১১ টি শ্রমিক সংগঠন দিবসটি পালন করে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন শেষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি ঘোষনা করেন। উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহরাব হোসেন ও সাধারন সম্পাদক ফজলুর রহমানের নের্র্তত্বে অনুষ্ঠিত র্যালিতে অংশগ্রহন করেন বাঘা থানা আ’লীগের সহসভাপতি আজিজুল আলম, সাধারণ সম্পাদক শিক্ষক বাবুল ইসলাম,মাসুদ রানা তিলু,সিরাজুল ইসলাম মন্টু,ওয়াহিদ সাদি কবীর প্রমুখ। বাঘা পৌরসভা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসিরুল ইসলাম ও সাধারন সম্পাদক হাসিবুল এর নের্তৃত্বে র্যালি শেষে পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অপর দিকে পৃথক সংগঠনের নের্তৃত্বে ছিলেন মহিদুল ইসলাম ও আলতাব হোসেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ