বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা পৌর যুবলীগের অফিস নির্মানের জন্য রাতের আধারে সরকারি জায়গায় ঘর উঠানো হয়েছে। গত শনিবার রাতে উপজেলা টেলিফোন অফিসের সামনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানিয়ে এই ঘর উঠানো হয়েছে। তবে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়। তাৎক্ষনিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৪ ঘন্টার মধ্যে ঘর সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঘা উপজেলা টেলিফোন অফিসের সামনের এলাকায় কিছু ব্যক্তিরা একের পর এক সরকারি জমি দখল করে নিচ্ছেন। ফলে টেলিফোন অফিসের প্রবেশ ও বের হওয়ার সময় সমস্যা সৃষ্টি হয়। তবে সরকার দলীয় যুবলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানিয়ে এই ঘর নির্মান করেছেন বলে জানা গেছে। এই নির্মানকৃত ঘরটি বাঘা পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন কবির নির্দেশে ঘর নির্মান করা হয়েছে বলে জানা গেছে।
বাঘা উপজেলা টেলিফোন অফিস ইনচার্জ জানান, মুল গেটে প্রবেশ পথের ফাঁকা জায়গায় রাতের আধারে এই ঘর তুলা হয়েছে। তবে ঘর উঠানোর বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা ও উপজেলা সহকারি কমিশনারকে (ভুমি) যোবায়ের হোসেনকে অবগত করা হয়েছে। তারা ব্যবস্থা নিবেন।
বাঘা পৌর যুবলীগের সভাপতি শাহিন আলম বলেন, আমার অজান্তে বাঘা পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন কবি ঘরটি নির্মান করেছে। তবে উপজেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক নির্মানকৃত ঘর সরিয়ে নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, ঘর উঠানোর বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘর নির্মানকৃত ব্যক্তিদের ২৪ ঘন্টার মধ্যে ঘর সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আর এই সময়ের মধ্যে ঘর সরিয়ে না নিলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ