রাজশাহীর বাঘায় ইমো হ্যাকিং ও বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে ৪ লাখ ৮২ হাজার ৩২২ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, রাজশাহীর বাঘা উপজেলার ভানুকর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৪), একই গ্রামের আলী আশরাফের ছেলে শান্ত হক (২৩) মোহদীপুর গ্রামের মৃত খেলাফতের ছেলে সুরমান আলী (৪০)। গত বৃহস্পতিবার (১২ আগষ্ট) রাতে বাঘা থানার মীরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত বাঘার মীরগঞ্জ বাজার এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার বাঘা থানাধীন মীরগঞ্জ বাজার এলাকায় কোম্পানী উপ-অধিনায়ক অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে মোবাইল ফোন ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম “ইমো” হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় ১৪ টি মোবাইল, ৩২টি সিম কার্ড ও নগর ৪ লাখ ৮২ হাজার ৩২২ টাকাসহ আনোয়ার হোসেন, শান্ত হক ও সুরমান আলীকে আটক করে।
আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করে এবং পরবর্তীতে ভিকটিমের পরিচিতজনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। এ ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে।
এস/আর