বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে শতাধিক আম, কলা ও লিচু গাছ কেটে সাবাড় করে দেয়া হয়েছে। উপজেলার জোতকাদিপুর গ্রামের আসাদুজ্জামান ও খোশ মোহাম্মদ এর মধ্যে দীর্ঘদিন জমি-জমা নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে খোশ মোহাম্মদের লোকজন আসাদুজ্জামানের কৃষি খামার বাড়ির আম, লিচু গাছসহ শতাধিক কলা গাছ কাটা হয়েছে। পরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে বুধবার (১১ জুলাই) রাতে।
এ বিষয়ে আসাদুজ্জামান বলেন, জমি-জমা নিয়ে আমার প্রতিপক্ষ খোশ মোহাম্মদের সাথে জমি-জমা নিয়ে আদালতে মামলা চলছে। তারপর খোশ মোহাম্মদের লোকজন আমার বাড়িঘরে হামালা চালিয়ে দুই লক্ষ টাকার মালামাল লুটপাট ও ভাংচুর করেছে।
খোশ মোহাম্মদ বলেন, আমার প্রতিপক্ষ আসাদুজ্জামান কারনে অকারণে জমির ফসল কেটে নেই। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে তারা উত্তেজিত হয়ে আমার বাড়ির লোকজনকে মারধর করে।
বাঘা থানার অফিসার ইনচার্জ রেজাউল হাসান বলেন, উভয়ের মধ্যে জমি-জমার দ্বন্দ্বে মামলা আছে জানি। কিন্তু রাতের ঘটনা জানা নেই। এই বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।