বাঘা (রাজশাহী) প্রতিনিধি: বাঘায় পুকুর থেকে একজনের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহসপতিবার দুপুর ১টায় উপজেলার চন্ডিপুর গ্রামের লিটনের বাড়ির দক্ষিনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন লাশটি সনাক্ত করেন। তার নাম রফিকুল (৪০)। সে উপজেলার খায়েরহাট গ্রামের মৃত সায়েত আলীর বাক প্রতিবন্ধী ছেলে।
রফিকুলের ভাতিজা রাজিব জানান, প্রতিবন্ধী হওয়ার কারণে বাড়িতে থাকতোনা। প্রায় সময় বাইরে কাটাতো। আগেরদিন সন্ধ্যায় এলাকার বাজারে ঘুরে বেড়িয়েছে। রাতে বাড়িতে ফিরেনি। পরিবারের লোকজন জানান,মলত্যাগের আগে পরিধেয় বস্ত্র খুলে রাখতো।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিন আলী জানান, স্থানীয়দের দেওয়া সংবাদে ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করেন। এসময় পুকুরে ভাসমান তার পরিধেয় বস্ত্র উদ্ধার করা হয়। শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। এর আগে ভোররাতে খেজুরের রস নামানোর কয়েকজন গাইছি তাকে পুকুরের মধ্যে দেখেছিল বলে জানিয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায়,ইউডি মামলা দায়ের করে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে
খবর ২৪ঘণ্টা/ নই