বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় আদালত কর্তৃক পরোয়ানাভূক্ত খোরশেদ আলী (৪৫) নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে মৃত রহিম প্রামানিকের ছেলে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা জানান, সে দীর্ঘদিন থেকে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পলাতক আসামী ছিল। তাকে গ্রেপ্তারের পর রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ