বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে শুক্রবার সকালে নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। এবারে প্রতিপাদ্য বিষয় ছিলো “নিরাপদ খাদ্যে ভরবো দেশ -সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’’। উপজেলা প্রশাসন আয়োজন এ সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভুমি) যোবায়ের হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: জাকির হোসেন।
সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ,বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান ও মনিগ্রাম বাজার বনিক সমিতির সভাপতি আব্দুল গনি।
উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং রহমোতুল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
খবর২৪ঘণ্টা.কম/নজ