বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবদল নেতা সালেহ আহম্মেদ সালামকে গ্রেফতার করেছে পুলিশ। পরে বোমা সদৃশ্য ৩টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সালাম যুবদলের উপজেলা কমিটির আহ্বায়ক বলে দলীয় সুত্রে জানা গেছে। শুক্রবার ৩১ আগস্ট রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছিলো যুবদলের ১০/১৫ জন নেতা-কর্মী। গোপন সংবাদ সুত্রে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অন্যরা পালিয়ে যায়। এসময় মাজার এলাকার আজগরের বন্ধ চায়ের দোকানের পাশ থেকে বোমা সদৃশ্য ককটেল ৩টি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করেও যুবদলের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। এদিকে সালামকে গ্রেফতারের পর আতঙ্ক আরো বেড়েছে বিএনপির নেতা কর্মীদের মধ্যে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান জানান,এঘটনায় সালামসহ আরো কয়েক জনের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। নাশকতার পরিকল্পনা নসাৎ করতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই রাতে ১জনকে গ্রেফতার করে, বোমা সদৃশ্য ককটেল উদ্ধার করে। মামলা দায়েরের পর সালামকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন