নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার বড়াল নদীর আড়ানী খয়েরমিল ভারতীপাড়া দহঘাটে পানিতে ডুবে আব্দুল্লাহ (১৪) নামের অষ্টম শ্রেনীর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আব্দুল্লাহ হামিদকুড়া (মোল্লাপাড়া) এলাকার আব্দুল আজিজের পুত্র ও আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। জানা যায়, আব্দুল্লাহ তার ফুফাত ভাই মোশারফ হোসেনকে সাথে নিয়ে বড়াল নদীর আড়ানী খয়েরমিল ভারতীপাড়া দহঘাটে গোলস করতে যায়। আব্দুল্লাহ পানিতে লাফ দিয়ে পানিতে নামলে সে গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা নদীতে খোঁজ করেও তাকে না পেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরে খবর দেন। খবর পেয়ে
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের লিডার আব্দুল হাই এর নেতৃত্বে একটি দল দুপুর ২টা ১০মিনিটে ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। ১০ মিনিট চেষ্টা করে ডুবুরী আব্দুর রাজ্জাক ও রিপনের সহযোগীতায় ডুবুরী জুয়েল রানা আব্দুল্লাহকে উদ্ধার করে। আব্দুল্লার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে রাজশাহীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের লিডার আবদুল হাই বলেন, ঘটনাটি জানার পর আমরা বেলা ২টা ১০এর দিকে ঘটনাস্থলে পৌঁছি। ১০ মিনিট খোঁজার পর মৃত অবস্থায় লাশ উদ্ধার করে পরিবারেরর কাছে হসন্তান্তর করি।
খবর ২৪ ঘণ্টা/আর