বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় দুই মাদকসেবীর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের এই কারাদন্ড প্রদান করা হয়।
জানা যায়, বাঘা উপজেলার পাকুড়িয়ার মালিথাপাড়া গ্রামের মৃত লালচাঁন ও মৃত শরিফুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম সকাল সাড়ে ৬টার দিকে সড়কঘাট এলাকায় গাঁজা সেবন করছিল। এ সময় গোপন সংবাদের ভিক্তিতে বাঘা থানার পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসেন। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা দুইজনকে ৬ মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বিষয়টি নিশ্চি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।
অরপ দিকে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী উপজেলার বাজূবাঘা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মিজানুর রহমানকে পুলিশ আটক করা হয়েছে বলে জানান ওসি রেজাউল হাসান
খবর ২৪ঘণ্টা/ নই