বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় দিন-দুপুরে মটরসাইকেল চুরি হয়েছে। মঙ্গলবার(১৩-০২-১৮) বেলা ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্রে চত্বর থেকে এই মটরসাইকেল চুরি হয়।
জানা যায়, উপজেলার আলাইপুর গ্রামের আলমগীর হোসেন তার স্ত্রী মেরিনা বেগমকে চিকিৎসার জন্য রাজশাহী-হ-১১-৩৪৫৬, ডিস্কভার ১৩৫ সিসি, লাল রংঙের মটরসাইকেল নিয়ে হাসপাতালে আসেন। তিনি মটরসাইকেল স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে চিকিৎসা নিয়ে এসে দেখেন মটর সাইকেলটি নেই। তিনি বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে মটরসইকেল না পেয়ে আলমগীর হোসেন বাদি হয়ে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ রেজাউল হাসান বলেন, মটরসাইকেল চুরির অভিযোগ পাওয়ার পর বিভিন্ন স্থানে ম্যাসেজ দিয়ে অবগত করা হয়েছে। মটরসাইকেল উদ্ধারের তৎপরতা চালানো হচ্ছে।
উল্লেখ্য উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিকের ১১ জানুয়ারী রাজশাহী-হ-১২-২৬৫৬ নম্বরের কলাপাতা রংঙের ১০০ সিসি ডিস্কভার চুরি হওয়া মটরসাইকেল আজও উদ্ধার করতে পারেনি পুলিশ।
খবর২৪ঘণ্টা.কম/রখ