সংবাদ বিজ্ঞপ্তি: করোনা সংকট মোকাবেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছেন রাজশাহী জেলা বিএনপি নেতা মোঃআনোয়ার হোসেন উজ্জল । গতকাল ২২-৪-২০২০ বুধবার বাঘা উপজেলার ৫৫০ টি পরিবারের মাঝে দলের পক্ষ থেকে খাদ্র্য সামগ্রী পৌছেদেন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল । এর পূর্বে চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় দিনমজুর,খেটে খাওয়া ও নিম্ম আয়ের জনসাধারণের মাঝে দলের পক্ষ থেকে তার নিজ উদ্যোগে খাদ্র্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন এই নেতা । আনোয়ার হোসেন উজ্জল বলেন লকডাউন চলছে এমন অবস্থায় সারাদেশ সহ এই অঞ্চলের খেটে খাওয়া মানুষের জীবন দুর্বিসহ হয়ে পড়েছে । উজ্জল
বলেন বিএনপি জনগণের দল, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দলের নেতাকর্মীদের জাতীয় দূর্যোগে জনগণের পাশে দাঁড়ানের জন্য নির্দেশ দিয়েছেন এবং সেই মোতাবেক আমরা জনগণের পাশে এসে দাড়িয়েছি । তিনি আরও বলেন আমি চারঘাট-বাঘার সন্তান হিসেবে আমি সবসময় তাদের সাথে পাশে থেকে কাজ করে চলেছি । ইনশাআল্লাহ্ আমি এই এলাকার মানুষের সাথে থাকব। এসময় তার সাথে ছিলেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর কৃষকদলের আহ্বায়ক মোঃওয়াদুদ হাসান পিন্টু, বাঘা উপজেলা বিএনপি নেতা মোঃতাজু মেম্বার, রাজশাহী জেলা যুবদলের সহ-সভাপতি ও বাঘা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপি নেতা স্বপন সরকার, রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সভাপতি, সোহেল রহমান, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাখায়াত হোসেন সোহেল, বাঘা পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল হক পলান, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আহসানুল হক রাজিব, যুগ্ম সম্পাদক মোঃসহিনুল ইসলাম সজিব, আবু সায়েম রাজিব, নাইমূর রহমান দূর্জয়, জেলা সংগ্রামী দলের সভাপতি মওদুদ আহম্মেদ মধু, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব কাইয়ূম শিমুল, জেলা ছাত্রদলের বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক, আশিক ইকবাল সহ বাঘা উপজেলার ৭ টি ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ ।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।