রাজশাহীর বাঘায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাকির উদ্দিন (৩৭) কে আটক করেছে র্যাব-৫। আটক ব্যক্তি রাজশাহীর বাঘা উপজেলার বেড়েরবাড়ী গ্রামের মৃত মুছার উদ্দিনের ছেলে। ৩ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যার আগে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন
সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন আড়ানী পৌর বাজারে সাকির উদ্দিন ফার্মেসীর দোকানে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছে। এরপর র্যাবের ওই দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে ফার্মেসীতে পৌঁছামাত্রই দোকান থেকে সে পালানোর চেষ্টাকালে তাকে ১২১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
এস/আর