নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বাঘায় আটক হওয়া ছাত্রদল নেতা শামিম আহম্মেদ সরকারকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগে জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদসহ ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনকে আসামী করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে বাঘা থানার এসআই সইবুর রহমান বাদি হয়ে থানায় মামলাটি দায়ের করেন। বাঘা থানা সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে উপজেলার সরেরহাটের বামনডাঙ্গা গ্রামের বাচ্চু সরকারের ছেলে ও জেলা
ছাত্রদলের যুগ্ম-সম্পাদক শামিম আহম্মেদ সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। গত মঙ্গলবার বেলা ১২টার দিকে বাঘায় বিএনপির কর্মীসভায় যোগ দিতে এসেছিলেন শামিম। গোপন সংবাদের ভিক্তিতে বাঘা থানার এসআই সইবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এ সময় পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদসহ বিএনপি
নেতাকর্মীরা। এ ঘটনায় বাদী হয়ে বাঘা থানার এসআই সইবুর রহমান মামলাটি দায়ের করেন।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, আসামি ছিনতাইয়ের ঘটনায় কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিযোগে চাঁদসহ ২২ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।
আর/এস