বাঘা (রাজশাহী) প্রতিনিধি: নিবন্ধন বাতিল হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঘা উপজেলা কমিটির সেক্রেটারি ও বাঘা ফাজিল মাদ্রাসার শিক্ষক সেকেন্দার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (০৯-১২-১৮) দুপুরে উপজেলা সদরে অবস্থিত নিজ বাড়ী থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনার অভিযোগে ১ সেপ্টেম্বর দায়েরকৃত মামলায় সেকেন্দার আলীকে গ্রেফতার করা হয়েছে।
সেকেন্দারের স্ত্রী রাফিয়া জানান, দুপুর ২টায় বাড়িতে খাবার টেবিল থেকে তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। উপজেলা জামায়াতের সাবেক আমির ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মওলানা জিন্নাত আলী বলেন, রাজনৈতিক ইস্যু ছাড়াই দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে এটা চক্রান্ত বলে দাবি করেছেন তিনি।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী জানান, এর আগেও এই মামলায় বিএনপির আরো কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন