1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাঘায় জমি নিয়ে দু’ পক্ষের সংঘর্ষে আহত -৯ - খবর ২৪ ঘণ্টা
বধবার, ০৮ জানয়ারী ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

বাঘায় জমি নিয়ে দু’ পক্ষের সংঘর্ষে আহত -৯

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৮ জুন, ২০১৮

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় জমির দখল নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে উভয় পক্ষের ৯ জন । স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘা হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় হাজী আব্দুল মালেক নামের

একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। কহিনুর ও রতনা নামের দুই নারিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, এই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.সঞ্চয় কুমার। এরা হলেন- আনছার আলী, তার স্ত্রী নাজমা বেগম, ছেলে নাজমুল হোসেন, রবিন হোসেন, মনোয়ারা বেগম, মালেকের স্ত্রী মর্জিনা বেগম, ভাই বিচ্ছাদ আলী।
বৃহস্পতিবার (২৮-৬-১৮) উপজেলার বাউসা ইউনিয়নের ফতেপুর বাউসা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে

লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয়রা জানান, তারা পরস্পর আত্নীয়। বসতভিটার জমির সীমানা দখল নিয়ে চয়েন প্রামানিকের ছেলে আবদুল মালেক ও আমির আলীর ছেলে আনছার আলীর মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলছিল। এর আগে বিবাদমান সেই জমি নিয়ে স্থানীয়ভাবে শালিস করা হয়েছে। কিন্তু আব্দুল মালেক তা অমান্য করে আদালতে মামলা করে। এনিয়ে পরে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মালেকসহ তার পক্ষের৩জন এবং আনসার আলীসহ তার পক্ষের ৬জন আহত হয়।

আবদুল মালেকের স্ত্রী মর্জিনা বেগম বলেন, আনসার ও তার ছেলেরা সহ বাড়ির ভেতরে প্রবেশ করে তার স্বামী মালেককে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করে। আমি ও আমার ভাসুর বিচ্ছাদ আলী আগায়ে গেলে আমাদেরকেও মারধর করে। আনছার আলী বলেন, মালেকের জমির সীমানা অতিক্রম করে আমার জমির উপর পাঁকা ঘর তৈরী করে বসবাস করছে। বাড়ি সরিয়ে নেওয়ার কথা বললেই অকথ্যভাষায় কথা বলে। তিনদিন ধরে এনিয়ে মতবিরোধ চলছিল। ঘটনার দিন তার ছেলেকে তার বাড়ির মধ্যে ধরে নিয়ে

গিয়ে মারধর করে। এ সময় তার পক্ষের লোকজন তাকে বাঁচানোর জন্য তার বাড়িতে যায়। তাদেরকেও মারধর করে তারা।
বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান বলেন, আনসারের জমির অংশে মালেক ঘর নির্মাণ করেছে। জমির সীমানা নির্ধারন করতে গিয়ে বিষয়টি জানা যায়। এ নিয়েই মূলত তাদের দ্বন্দ্ব চলছে। বাঘা থানার উপ- পরিদর্শক (এসআই) শাহিদা বেগম বলেন, সংঘর্ষের ঘটনা জানার পরপর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়। দু’পক্ষেরই আহত হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST