বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় চেক প্রতারণার অভিযোগে আদালতে দায়ের করা মামলায় মুনছুর রহমান (৫৫) নামের এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানায় বৃহস্পতিবার(২৫-০১-১৮) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। (জি আর মামলা নং-৩৬৮)।
বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক উদ্দীন জানান, চেক প্রতারণার অভিযোগে দায়ের করা মামলার প্রেক্ষিতে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানায় উপজেলার তেথুলিয়া (মাউথপাড়া) গ্রামের মৃত মাফের সরকারের ছেলে মুনছুর রহমানকে (৫৫) গ্রেপ্তার করা হয়।
শুক্রবার(২৬-০১-১৮) আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত মুনছুর রহমানকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে জানান উপ-পরিদর্শক (এসআই) মানিক উদ্দীন।
খবর২৪ঘণ্টা.কম/নজ