বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় এক শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশনায় হিজরাদের নিয়ে আসে বিদ্যালয় কর্তৃপক্ষ। বহিরাগত হিজরা শিল্পী ছাড়াও সেখানে উপস্থাপনায় ছিল আরেক বহিরাগত। বুধবার (২৮-০৩-১৮) স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিদ্যালয় মাঠে দিনব্যাপি খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলার ছাতারি উচ্চ বিদ্যালয়।
বিকেলে পুরস্কার বিতরন শেষে সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগত হিজরা শিল্পীদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করায় আপত্তি তোলে স্থানীয়রাসহ আগত দর্শকরা। এশার নামাজের বিরতিকালিন সময়ে হিজরা শিল্পীদের গান শুনতে নারাজ দর্শকদের সাথে আয়োজকদের হট্রগোল শুরু হলে চেয়ার-বেঞ্চ ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় একটি ব্যাগসহ মোবাইল, নগদ ৭ হাজার ১’শ টাকা ও সোনার চেইন চুরির অভিযোগ করে হিজরা শিল্পীরা।
চুরির এ ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষকদের বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯-০৩-১৮) বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাঝোতা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে উপস্থিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুর কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, হিজরাদের নিয়ে অনুষ্ঠান করার কারণে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এলাকার কাউকে না জানিয়ে শিক্ষকরা হিজরাদের এনে অনুষ্ঠান করে। তারপরেও সন্ধ্যার আগে অনুষ্ঠান শেষ করার নির্দেশ দিয়েছিলাম। কিন্তু আমার কথা তারা শুনেনি। জরিমানার টাকা হিজরাদের চুরি যাওয়া জিনিসপত্রের ক্ষতিপূরণ হিসেবে দেয়া হয়েছে। বৈঠকে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,সাবেক মেয়র আক্কাছ আলীসহ পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকরা। প্রধান শিক্ষক নার্গিস বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও প্রধান শিক্ষককের স্বামী সিরাজুল ইসলাম ফোন রিসিভ করে বলেন, শিক্ষকদের কাছে চাঁদা নিয়ে এ টাকা দেওয়া হয়েছে।
বাঘা থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, উত্তেজনার খবর শুনে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে পরের বিষয়টি শোনেননি বলে জানান তিনি।
খবর২৪ঘণ্টা.কম/রখ