বাঘা প্রতিনিধি : বাঘায় গলায় ফাঁস দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম আত্মহত্যা করেছেন। তিনি বাউসা মিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। সোমবার সকালে তিনি নিজ বাড়ির রান্না ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
আত্মহত্যাকারী শিক্ষকের স্ত্রী আনোয়ারা জানান, সবার অগোচরে তার স্বামী সাইফুল বাড়ির রান্না ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। তাকে পাবনার মানষিক
হাসপাতালসহ ভারতের বিভিন্নস্থানে চিকিৎসা করানো হয়েছে। আগামী বুধবার পাবনার মানষিক হাসপাতালে আবার নেয়ার কথা ছিল।
বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতিকুর রেজা বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি।
আর/এস