বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১১টায় বাঘা বাজারে এ লিফলেট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন রেজা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন রেজা জানান, করোনা ভাইরাস সারা বিশ্ববাসিকে ভাবিয়ে তুলেছে। এটি এমন একটি রোগ যা থেকে বাঁচা দু:সাধ্য। এটি বায়ু বাহিত রোগ। যা বাতাশের মাধ্যমে ছড়াই। গত ডিসেম্বর মাসে চিনে এ রোগ প্রথম দেখা দেয়। পরবর্তীতে বিশ্বেও বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এই রোগে সারা বিশ্বে প্রায় দেড় লক্ষ মানুষ এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৬ হাজার মানুষ মারা গেছে। এরমধ্যে আমাদের দেশে এ রোগে একজনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে।
ডলফলেট বিতরনের সময় ইউএনও’র সাথে ছিলেন টিএইচএ আকতারুজ্জামান, শিক্ষা কর্মকর্তা আরিফুর রহমান, আনছার ভিডিবি কর্মকর্তা মিলন কুমারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক জাফর ইকবাল প্রমুথ।
এ রোগের লক্ষন সর্দি, কাশি, জ¦র, মাথা ব্যাথা, গলা ব্যাথা, মারাতœক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলাসহ শিশু এবং বৃদ্ধ দুর্বল ব্যক্তিদের ডায়েরিয়া ও ব্রং কাইটিস হতে পরে। এ থেকে মুক্তি পাওয়ার জন্য সাবান হ্যান্ড ওয়াস দিয়ে হাত ধোয়া এবং হাসি কাশি দেয়ার সময় মুখে রুমাল ব্যবহার করা, প্রচুর ফলের রস ও পানি পান করাসহ মুখে মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়ে জনসচেতনতা মূলক এই লিপলেট বিতরণ করেন।
খবর২৪ঘন্টা/নই