সবার আগে.সর্বশেষ  
ঢাকারবিবার , ৯ সেপ্টেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

বাঘায় এক মাস প্রশিক্ষনের পর গ্রাম ডাক্তারদের মাঝে সনদ বিতারণ

অনলাইন ভার্সন
সেপ্টেম্বর ৯, ২০১৮ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

বাঘা(রাজশাহী) : রাজশাহীর বাঘায় পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভুল চিকিৎসা নির্মূলে গ্রাম ডাক্তারদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে একমাস ব্যাপী “রিফ্রেসার প্রশিক্ষণ’ শেষে সনদ পত্র বিতারণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সভা কক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই সনদ বিতারণ করেন স্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তা ডা: সিরাজুল ইসলাম ।
সুত্রে জানা গেছে, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির প্রতিষ্ঠাতা আব্দুস সাত্তারের আবেদনের প্রেক্ষিত স্বাস্থ্য মন্ত্রনালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনক্রমে সারাদেশে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্্র-এ গ্রাম ডাক্তার প্রশিক্ষন কার্যক্রম শুরু হয়। তারই ধারাবাহিকতায় গত একমাস ব্যপী বাঘা স্বাস্থ্য কেন্দ্রে উপজেলার ৭ টি ইউনিয়ন এবং ২ টি পৌর সভা থেকে ৫০ জন গ্রাম ডাক্তার প্রশিক্ষন নেন।

এতে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা গ্রাম ডাক্তার সমিতির নেতা ও (আর এমপি’র) সভাপতি ডা: ফজলুলর রহমান মুক্তা। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রশিক্ষন সমান্বয় কারী নাহিদুল ইসলাম ও বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরজ্জামান

খবর ২৪ঘণ্টানই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।