বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় “সেবা ডায়াগনষ্টিক সেন্টার এ্যান্ড ক্লিনিক’এর ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৭আগস্ট ) উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা ওই ক্লিনিকে অভিযান চালিয়ে ভ্র্যাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
জানা যায়, হারবাল চিকিৎসককে দিয়ে রুগী অপারেশন করার অভিযোগে ওই ক্লিনিকে অভিযান চালানো হয়। এসময় নিয়মনীতি অনুসরন করে ক্লিনিক পরিচালনার না করার দায়ে ওই জরিমানা করা হয়েছে। অভিযোগ রয়েছে, সার্বক্ষনিক চিকিৎসক-নার্স ও মানসন্মত ওটি ব্যবস্থাপনা নাই। বহিরাগত চিকিৎসক এনে অপারেশন করানো হয়। যে কারণে এর আগেও জরিমানা দিয়েছে ক্লিনিকটি। এর সত্যতা নিশ্চিত করেন ক্লিনিকের স্বত্তাধিকারি বাদশা আলম।
নির্বাহী কর্মকর্তা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। জরিমানার সমুদয় টাকা তাৎক্ষনিক পরিশোধ করেছেন বলে জানান নির্বাহি অফিসার।
খবর২৪ঘণ্টা.কম/জেএন