বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় স্থানীয় সাংবাদিকদের প্রেস ব্রিফিং-এ প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ভিশন-২০২১, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে জনগনকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৃহস্পতিবার(০৪-০১-১৮) সকাল ১১টায় রাজশাহী জেলা তথ্য অফিস নির্বাহি অফিসারের কার্যালয়ে এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার শাহিন রেজা। বিষয়ভিক্তিক আলোচনা করেন রাজশাহী জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মহাঃ শামসুজ্জামান। উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি ডাঃ আব্দুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামানসহ সকল সাংবাদিকবৃন্দ। আগামীকাল (শুক্রবার ) ০৫-০১-১৮) সন্ধ্যা ৬টায় জেলা তথ্য অফিস উপজেলার বাউসা উচ্চ বিদ্যালয় মাঠে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ